ঢাকা, বুধবার   ০৭ মে ২০২৫

জেলায় বন্যা পরিস্থিতির অবনতি, সিরাজগঞ্জে ২৯টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত

প্রকাশিত : ১৬:৫৮, ২৭ জুলাই ২০১৬ | আপডেট: ১৬:৫৮, ২৭ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় লালমনিরহাট জেলায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। সিরাজগঞ্জে ২৯টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তিস্তার পানি কিছুটা কমলেও এখনো বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ধরলার পানি। ধরলার প্রবল স্রোতে লালমনিরহাট সদরের কুটি গ্রামের পানি উন্নয়ন বোর্ডের বাঁধটি ভেঙ্গে যাওয়ায় ভেসে গেছে ঘরবড়ি, মাছের ঘের। তলিয়ে গেছে রাস্তাঘাট আর ফসলের ক্ষেত। এতে চরম দুর্ভোগে লালমনিরহাটে ৩৫ হাজারেরও বেশি পরিবার। দুর্গত এলাকায় পৌছায়নি শুকনো খাবার ও বিশুদ্ধ পানি। এদিকে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে সিরাজগঞ্জে ২৯টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পানি বাড়ার সঙ্গে সঙ্গে এনায়েতপুরে নদী ভাঙন শুরু হয়েছে। তলিয়ে গেছে ৫ শ ঘরবাড়ি। ১৫টি স্কুল তলিয়ে থাকায় পড়াশুনা বন্ধ হয়ে গেছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি