ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

জোর করে বসতভিটা দখল করে রাস্তা নির্মাণ, খাগড়াছড়ি পৌর মেয়রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

প্রকাশিত : ১৮:৩৫, ১৯ আগস্ট ২০১৬ | আপডেট: ১৮:৩৫, ১৯ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

জোর করে বসতভিটা দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ এনে খাগড়াছড়ি পৌর মেয়রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক পরিবার। পরিবারটির অভিযোগ, নিয়ম-নীতির তোয়াক্কা না করে মেয়র রফিকুল আলম অনেকের জায়গা-জমি দখল করেছেন। সড়ক নির্মাণের নামে পরিবারটির ৮ শতক জমি দখলে নিয়েছেন, যার আনুমানিক বাজার মূল্য অন্তত ৫০ লাখ টাকা। প্রতিবাদ করলে মেয়রের লোকজন নির্যাতনের অভিযোগ করে, দখলে নেয়া জমির ক্ষতিপূরণও দাবি করা হয় সংবাদ সম্মেলনে। এ’সময় ভুক্তভোগী পরিবারের সদস্য সন্তোষ কুমার চাকমা, রিনা চাকমা ও ঝর্ণা চাকমা উপস্থিত ছিলেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি