ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

জয় পেয়েছে ইংল্যান্ড

প্রকাশিত : ১২:২৪, ৩১ আগস্ট ২০১৬ | আপডেট: ১২:২৪, ৩১ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড গড়ে ১৬৯ রানে জয় পেয়েছে ইংল্যান্ড। নটিংহামের ট্রেন্টব্রিজে প্রথমে টস জিতে ব্যাট করতে নেমে অ্যালেক্স হেলসয়ের দুর্দান্ত ব্যাটিংয়ে ৩ উইকেট হারিয়ে ৪৪৪ রানের বিশাল স্কোর গড়ে ইংল্যান্ড। যা ওয়ানডেতে এক ইনিংসে দলীয় সর্বোচ্চ রান। ৪টি ছক্কা ও ২২ চারে দলের পক্ষে সর্বোচ্চ ১৭১ রান করেন ওপেনার অ্যালেক্স হেলস। যেটিও ইংল্যান্ডের রেকর্ড। আগের রেকর্ড ছিল স্ট্রাউসের ১৯টি বাউন্ডারি। পাকিস্তানের বোলারদের হয়ে ১০ ওভারে ১১০ রান দিয়েছেন ওয়াহাব রিয়াজ। জবাবে ব্যাট করতে নেমে ২৭৫ রান তুলতেই গুটিয়ে যায় পাক বাহিনী। সেই সাথে পাঁচ ম্যাচ সিরিজের ৩-০তে সিরিজ নিশ্চিত করলো ইংলিশরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি