ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

জয়পুরহাটে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

প্রকাশিত : ১০:১২, ৩০ জানুয়ারি ২০১৯

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সোহেল রানা নামে এক মাদকবিক্রেতা নিহত হয়েছেন। ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনায় দু’জন র‌্যাব সদস্য আহত হয়েছেন। জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অধিনায়ক সহকারী পুলিশ সুপার আজমল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মঙ্গলবার দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার কেশবপুর এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, গুলি, একটি ম্যাগজিন ও ৬০ বোতল ফেনসিডিল ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে র‌্যাব।

নিহত সোহেল রানা ওই উপজেলার উত্তর গোপালপুর গ্রামের সোলায়মান সরদারের ছেলে বলে জানা গেছে।

সহকারী পুলিশ সুপার আজমল হোসেন জানান, মঙ্গলবার রাতে কেশবপুর এলাকায় কয়েকজন মাদকবিক্রেতা মাদক কেনাবেচা করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের টহল দল ঘটনাস্থলে অভিযানে যায়। সেখানে মাদকবিক্রেতারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়লে র‌্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে মাদকবিক্রেতা সোহেল রানা ও র‌্যাবের দুই সদস্য আহত হয়। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সোহেল রানাকে মৃত ঘোষণা করেন।

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি