ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

জয়পুরহাটে যৌথ বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী নিহত

প্রকাশিত : ১৯:২৬, ২ জুন ২০১৬ | আপডেট: ১৯:২৬, ২ জুন ২০১৬

Ekushey Television Ltd.

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর এলাকায় যৌথ বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে তরিকুল ইসলাম নামের এক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত মাদক ব্যবসায়ী রতনপুর গ্রামের ছেলে। বন্দুকযুদ্ধের সময় এক পুলিশ ও দুই বিজিবি সদস্য আহত হয়। ঘটনাস্থল থেকে ২১২ বোতল ফেন্সিডিল ও ৭ টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, উপজেলার রতনপুর এলাকা দিয়ে বিপুল পরিমান মাদক দ্রব্য নিয়ে যাওয়া হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিজিবি যৌথঅভিযান চালায়। এসময় মাদক ব্যাবসায়ীরা অস্ত্র নিয়ে হামলা চালালে পাল্টা গুলি ছুঁড়ে যৌথবাহিনী। পরে ঘটনাস্থল থেকে তরিকুল ইসলামের মৃতদেহ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে ১১টির ও বেশী মামলা রয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি