ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

ঝালকাঠিতে জেএমবির বোমা হামলায় বিচারক জগন্নাথ পাড়ে ও সোহেল আহমেদ হত্যার ১১তম বার্ষিকী আজ

প্রকাশিত : ০৯:৪৭, ১৪ নভেম্বর ২০১৬ | আপডেট: ০৯:৪৭, ১৪ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

ঝালকাঠিতে জেএমবির বোমা হামলায় বিচারক জগন্নাথ পাড়ে ও সোহেল আহমেদ হত্যার ১১তম বার্ষিকী আজ। ঘটনায় জড়িত জেএমবি নেতাদের সাজা হলেও হত্যার ইন্ধনদাতারা সনাক্ত হয়নি  এতোদিনেও। এদিকে বোমা হামলার স্থানটিতে স্মৃতি ফলক নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। ২০০৫ সালের ১৪ নভেম্বর গাড়ীতে বোমা মেরে ঝালকাঠির দুই বিচারক জগন্নাথ পাড়ে ও সোহেল আহমেদকে হত্যা করে জেএমবি। এ ঘটনায় জড়িত জেএমবি নেতাদের সাজা কার্যকর হয়েছে কয়েকটি ধাপে। জগন্নাথ পাঁড়ের জন্মস্থান বরগুণায় তার স্বজনরা হত্যাকান্ডে জড়িতদের বিচারে সন্তোষ জানিয়েছেন। তবে হামলার মদদতাদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবী তাদের। এদিকে বিচারক সোহেল আহমেদকে হারিয়ে আজো কাঁদেন তার বৃদ্ধ বাবা-মা। ভোলায় তাঁর বন্ধু মহলও ঘৃণাভরে স্মরণ করেন দিনটি। বিচারকদের গাড়ীতে বোমা হামলার স্থানটিতে স্মৃতিফলক নির্মাণের দাবী উঠেছে। জঙ্গি হামলায় যেন আর কেউ প্রাণ না হারায় সে প্রত্যাশাও জানান তারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি