ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

ঝালকাঠিতে ব্যাংকার ও এসএমই উদ্যোক্তাদের সম্মেলন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৮, ২২ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

ঝালকাঠিতে ব্যাংকার এবং এসএমই উদ্যোক্তাদের সম্মেলন আয়োজন করেছে বাংলাদেশ ব্যাংক বরিশাল অফিস। এই সম্মেলনটি এসএমই খাতের উন্নয়নকে ত্বরান্বিত করার উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে।

গত ১৭ ফেব্রুয়ারি ঝালকাঠির শানাই কমিউনিটি সেন্টারে বাংলাদেশ ব্যাংকের বরিশাল অফিস এই সম্মেলনের আয়োজন করে। এই আয়োজনে সমন্বয়কারী ব্যাংকের ভূমিকা পালন করেছে ব্র্যাক ব্যাংক। এতে বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক আবু তাহের, বাংলাদেশ ব্যাংকের বরিশাল অফিসের যুগ্ম পরিচালক মো. ফারুক, বাংলাদেশ ব্যাংকের বরিশাল অফিসের যুগ্ম পরিচালক বেবি রানী দে, ঝালকাঠি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির প্রেসিডেন্ট মাহবুব হোসাইন, ব্র্যাক ব্যাংকের এসএমই ব্যাংকিং বিভাগের আঞ্চলিক প্রধান আল আমিন শেখসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্মেলনে মোট ১৪টি ব্যাংক অংশগ্রহণ করে। ব্র্যাক ব্যাংকসহ অন্যান্য ব্যাংক তাদের এসএমই গ্রাহকদের কাছে স্পট লোন বিতরণ করেছে। সিনিয়র কর্মকর্তারা ঐ এলাকায় ব্র্যাক ব্যাংকের এসএমই গ্রাহকরা মেসার্স গোলেনুর স্টোর এবং এস. বি. ডিপার্টমেন্টাল স্টোরকে এসএমই ঋণ প্রদান করে। বিজ্ঞপ্তি

আরকে/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি