ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

টঙ্গীতে দুই প্রবাসীকে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৯, ১২ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

গাজীপুরের টঙ্গীতে বিপিএলের ফাইনাল খেলা দেখা অবস্থায় প্রবাসী দুই ভাইকে ছুরিকাঘাতে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরামঙ্গলবার রাত ৭টার দিকে সিটি কর্পোরেশনের দত্তপাড়া এলাকায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটে

নিহতরা হলেন- দত্তপাড়া মাতব্বর বাড়ি এলাকার মুজিবুর রহমানের ছেলে দুবাই প্রবাসী আক্তার হোসেন (৩৫) ও তার চাচাতো ভাই হাবিবুর রহমানের ছেলে ইতালি প্রবাসী আসিফুর রহমান মিম (২৭)।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে দত্তপাড়ার মাতব্বর বাড়ি এলাকায় বিপিএলের ফাইনাল খেলা দেখছিল দুই ভাই। এ সময় দুর্বৃত্তরা তাদের ওপর অতর্কিতভাবে ছুারিকাঘাত করে। তাদের হামলায় গুরুতর আহত হন আক্তার হোসেন ও আসিফুর রহমান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতি পক্ষের হামলায় দুই ভাই নিহত হয়েছেন। তবে ঘটনাটি পুলিশ তদন্ত করে দেখছে এবং হত্যাকরীদের ধরতে অভিযান চলছে।

 

 

আর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি