টটেনহামকে ২-১ গোলে হারিয়েছে লিভারপুল
প্রকাশিত : ১২:২৯, ২৬ অক্টোবর ২০১৬ | আপডেট: ১২:২৯, ২৬ অক্টোবর ২০১৬
ইংলিশ লিগ কাপে স্ট্যারিজের জোড়া গোলে টটেনহামকে ২-১ গোলে হারিয়েছে লিভারপুল।
নিজেদের মাঠ অ্যানফিল্ডে শুরুতেই এগিয়ে যায় লিভারপুল। ডি বক্সের ভেতর থুরু পানস থেকে বল পেয়ে গোল করেন স্ট্যারিজ। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা। খেলার ৬৪ মিনিটে ফাকায় বল পেয়ে ব্যবধান বাড়ান স্ট্যারিজ । ৭৬ মিনিটে জানসেন পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ২-১ এ করলেও দলের হার এড়াতে পারেননি।
আরও পড়ুন