ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৫, ১৬ মার্চ ২০১৮ | আপডেট: ১৯:৫০, ১৬ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

নিদাহাস ট্রফি ত্রিদেশীয় টি-২০ সিরিজে লিগ পর্বের শেষ ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।  শুক্রবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।  অলিখিত সেমিফাইনালের এ ম্যাচের বিজয়ী দল টুর্নামেন্টের ফাইনাল খেলার টিকিট পাবে।

বাংলাদেশ দলে পরিবর্তন একটি। চোট কাটিয়ে দলে ফিরেছেন সাকিব আল হাসান। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারকে জায়গা দিতে বাদ পড়েছেন পেসার আবু হায়দার।

প্রথমবারের মতো টুর্নামেন্টে তিন স্পিনার, দুই পেসার পেসার নিয়ে খেলছে বাংলাদেশ।

বাংলাদেশ দল: সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, নাজমুল ইসলাম অপু, মেহেদী হাসান মিরাজ।

শ্রীলঙ্কার দল: দানুশকা গুনাথিলাকা, কুশাল মেন্ডিস, কুশাল পেরেরা, থিসারা পেরেরা, উপল থারাঙ্গা, জীবন মেন্ডিস, আকিলা ধনাঞ্জয়া, দাশৃুন সানাকা, আমিলা আপনসু, নুয়ান প্রদীপ, ইসুরু উদানা।

 

টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি