ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

টাওয়েল টেক্স লিমিটেডের জমি ও কারখানা অধিগ্রহণ না করার দাবি

প্রকাশিত : ১৮:০০, ২৮ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৮:০০, ২৮ ডিসেম্বর ২০১৬

গাজীপুরের চন্দ্রায় রফতানিমুখী হোম টেক্সটাইল কারখানা টাওয়েল টেক্স লিমিটেডের জমি ও কারখানা অধিগ্রহণ না করার দাবি জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। কারখানা চত্বরে সংবাদ সম্মেলনে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত হোসেন বলেন, কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় জয়দেবপুর-এলেঙ্গা মহাসড়ক চারলেনে উন্নীত করার প্রকল্পের আওতায় সম্প্রতি টাওয়েল টেক্সের ২৮ শতাংশ জমি অধিগ্রহণ করা হয়েছে। যার অর্ধেক মূল্য এখনো পরিশোধ করা হয়নি। এ’ অবস্থায় সড়ক ও জনপদ বিভাগ পুরো কারখানার জমিই তাদের বলে দাবি করছে। এতে হুমকির মুখে পড়েছে প্রায় দেড় হাজার শ্রমিকের জীবন-জীবিকা। রফতানিমুখী এই কারখানা ও শ্রমিকদের স্বার্থরক্ষায় উদ্যোগ নিতে সরকারের প্রতি দাবি জানান কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক।
Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি