ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

টাঙ্গাইলে পালিয়ে আসা করোনা রোগী হেফাজতে, ১২০ পরিবার লকডাউন

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩৬, ১১ এপ্রিল ২০২০

টাঙ্গাইলের ঘাটাইল থানার ফটক- একুশে টেলিভিশন

টাঙ্গাইলের ঘাটাইল থানার ফটক- একুশে টেলিভিশন

টাঙ্গাইলের ঘাটাইলে প্রথম করোনায় আক্রান্তের তথ্য গোপন করে পালিয়ে থাকা ব্যক্তিকে রাতে হেফাজতে নিয়েছে পুলিশ। পরে ঐ এলাকার ১২০ পরিবারকে লকডাউন ঘোষণা করে কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার মধ্যরাতে উপজেলার সংগ্রামপুরের ঘোনারদেউলি থেকে আক্রান্তকে হেফাজতে নেয় পুলিশ। পরে তাকে বিশেষ ব্যবস্থায় ঢাকায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার। 

অঞ্জন কুমার সরকার বলেন, ‘২৪ বছরের ঐ যুবক আগে থেকেই কিডনি রোগে আক্রান্ত। এজন্য চলতি মাসের ৪ তারিখ থেকে ৭ তারিখ পর্যন্ত সে ঢাকার শেরেবাংলা নগরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন থাকা অবস্থায় ঐ হাসপাতালের চিকিৎসকরা তার শরীরে করোনার উপসর্গ দেখতে পেলে আইইডিসিআরের মাধ্যমে পরীক্ষা করে করোনা ভাইরাস পজিটিভ পান। পরে তাকে কুর্মিটোলা হাসপাতালে হস্তান্তর করা হয়। সেখানে থেকে তিনি পালিয়ে বাড়িতে চলে আসেন।’ 
 
দীর্ঘ প্রচেষ্টার পর প্রযুক্তির সহায়তায় তাকে হেফাজতে নেয়া হয় জানিয়ে অঞ্জন কুমার বলেন, ‘তিনি আক্রান্ত অবস্থায় যেসব পরিবারের মানুষের সঙ্গে মেলামেশা করেছেন সেসব প্রায় ১২০টি পরিবারকে লকডাউন ঘোষণা করা হয়েছে।’

এমএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি