ঢাকা, বুধবার   ০৭ মে ২০২৫

টানা বৃষ্টিতে চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে চট্টগ্রাম মহানগরীর সড়ক

প্রকাশিত : ০৯:৩৭, ২১ জুলাই ২০১৬ | আপডেট: ০৯:৩৭, ২১ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

টানা কয়েকদিনের বৃষ্টিতে চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে চট্টগ্রাম মহানগরীর অধিকাংশ সড়ক। খানা খন্দে ভরা এসব সড়কে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। বিকল হচ্ছে যানবাহন। বাড়ছে যানজট। দ্রুত সড়কগুলো মেরমতের দাবী জানিয়েছেন নগরবাসী। এটি চট্টগ্রাম মহানগরীর ভিআইপি সড়ক। শাহ আমানত আর্ন্তজাতিক বিমান বন্দর, সিইপিজেড, টিএসপি কমপ্লেক্স, পতেঙ্গা সমুদ্র সৈকত, নৌ ঘাঁটিঁসহ অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে এই সড়ক পথে। কিন্তু সড়কটির দুর্দশা দেখে বুঝার উপায় নেই এটি মহানগরীর একটি গুরুত্বপুর্ণ সড়ক। শুধু এই সড়কটি নয়, নগরীর অধিকাংশ সড়কের অবস্থা একই রকম। টানা কয়েকদিনের বৃষ্টিতে অধিকাংশ সড়ক এখন খানা খন্দে ভরা। সড়কের এই বেহাল দশায় শুধু যাত্রীরা নয়, শিক্ষার্থীসহ ট্রাফিক পুলিশকেও পোহাতে হচ্ছে দুর্ভোগ। সড়কের এই অবস্থার জন্যে সিটি কর্পোরেশনের ব্যর্থতাকে দায়ী করলেন নগরবাসী। দুর্ভোগ কমাতে সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো দ্রুত সড়ক মেরমতের উদ্যোগ নিবে এমনটাই প্রত্যাশা নগরবাসীর।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি