ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

টেস্ট খেলতে চায় না সাকিব-মোস্তাফিজ : নাজমুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩০, ২০ জুলাই ২০১৮ | আপডেট: ২২:৩৯, ২০ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, বাংলাদেশের ক্রিকেট দলের বেশ কজন অভিজ্ঞ ক্রিকেটার নাকি টেস্ট খেলতে চায় না। আজ শুক্রবার গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি।

এসময় তিনি বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের নাম উল্লেখ করেন।

তিনি বলেন, আমাদের দেশেও বেশ কিছু সিনিয়র ক্রিকেটার আছে, তাঁরাও টেস্ট খেলতে চাচ্ছে না। চাচ্ছে না বলতে, যেমন সাকিব টেস্ট খেলতে চায় না। মোস্তাফিজও টেস্ট খেলতে চায় না। বলে না যে খেলব না, কিন্তু চায় এড়িয়ে যেতে। অনেকে টেস্ট খেলতে চায় না, টেস্ট অনেক কঠিন।’

ওয়েস্ট ইন্ডিজ সফর চলাকালীন রুবেল হোসেনের টেস্ট খেলতে অনাগ্রহের কথা সংবাদমাধ্যমে বের হয়েছিল। বিসিবি সভাপতির ভাষ্য, রুবেলের কাছে নাকি টেস্ট ক্রিকেট এখন ভীষণ কঠিন, ‘রুবেল অনেক অভিজ্ঞ। অনেক দিন সার্ভিস দিয়ে আসছে। হতে পারে ওর জন্য টেস্ট কঠিন হয়ে যাচ্ছে। তরুণদের থেকে নতুন প্লেয়ার নিয়ে আসতে হবে। এ ছাড়া উপায় নেই।’

উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দুটোতেই বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। অ্যান্টিগায় প্রথম টেস্টে ইনিংস ও ২১৯ রানে হারের পর জ্যামাইকায় পরের টেস্টে ১৬৬ রানে হার। এর মধ্যে আবার অ্যান্টিগায় প্রথম ইনিংসে মাত্র ৪৩ রানে গুটিয়ে গিয়ে নিজেদের টেস্ট ইতিহাসে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ড গড়েছে বাংলাদেশ। কেন এই ভয়াবহ বিপর্যয়? এই বাজে পারফরম্যান্সের কারণ খুঁজতে কাটা ছেঁড়া চলছে প্রতিনিয়ত। এমন সময় বিসিবির সভাপতি এমন বোমা ফাটালেন।

 টিআর/

 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি