ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সাউদাম্পটনে : সৌরভ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৫, ৯ মার্চ ২০২১

লর্ডসে হওয়ার কথা ছিল আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। কিন্তু করোনার কারণে তা সরিয়ে নেওয়া হয়েছে সাউদাম্পটনে। ম্যাচটি সাউদাম্পটনের রোজ বৌলে হবে বলে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি।

যদিও ভেন্যু স্থানান্তরের ব্যাপারে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এখনও নিশ্চিত কিছু জানায়নি।

ভারত ও নিউজিল্যান্ডের ম্যাচটি শুরু হবে আগামী ১৮ জুন। দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ ৩-১ ব্যবধানে জিতে ফাইনালে জায়গা করে নেয় ভারত। নিউজিল্যান্ড ফাইনাল নিশ্চিত করেছিল আগেই।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে সোমবার (৮ মার্চ) সৌরভ জানান, ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে আগেই। ম্যাচটি নিয়ে নিজের উচ্ছ্বাসের কথাও জানান সাবেক ভারত অধিনায়ক।

বিসিসিআই সভাপতি বলেন, ‘ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল দেখতে উন্মুখ হয়ে আছি আমি। হ্যাঁ, এটা সাউদাম্পটনে হবে। অনেক দিন আগেই সিদ্ধান্ত হয়ে গেছে। কোভিডের কারণে, সেখানে (সাউদাম্পটন) হোটেল একেবারেই কাছে। কোভিডের পর ইংল্যান্ড যখন খেলা শুরু করলো, তাদের অনেক ম্যাচ ছিল সাউদাম্পটনে।’

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি