ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

ট্রাকের ধাক্কায় অপর ট্রাকের হেলপার নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৫৬, ১ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের তাড়াশে ট্রাকের ধাক্কায় অপর ট্রাকের হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার মাগুড়া ইউনিয়নের মান্নাননগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহবুবুর রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বিলমাড়িয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে।

মঙ্গলবার সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মান্নাননগরে রাজশাহী গামী একটি ট্রাক বিকল হলে সেটি সড়কের পাশে রেখে রাস্তা পার হচ্ছিলেন ওই ট্রাকের হেলপার। এ সময় দ্রুতগতির অপর একটি ট্রাকের ধাক্কায় বিকল হওয়া ট্রাকের হেলপার মাহবুবুর রহমান (১৯) ঘটনাস্থলেই নিহত হন।

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান জানান, পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি