ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

ট্রামে বিয়ের আসর, থাকবে রেস্তরাঁও

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৮, ১ এপ্রিল ২০১৮

কলকাতার ঐতিহ্য ট্রামকে বাঁচাতে অভিনব উদ্যোগ নিল রাজ্য সরকার। কলকাতার ট্রামে এবার বসবে বিয়ের আসর। সেইসঙ্গে থাকবে নানা স্বাদের রেস্তরাঁও। পছন্দসই খাবার চেখে দেখতে হলে ট্রামে চড়ে সেই খাবারের স্বাদ নিতে পারবেন। 

পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের তরফে যারা ট্রামে ব্যবসা করতে আগ্রহী তাদের জন্য দরপত্র হাঁকা হয়েছে। শুধু রেস্তরাঁই নয়, ট্রামে বিয়ের আসরও বসানো যাবে বলে সরকারি সূত্র জানিয়েছে।

এসি ও নন এসি দুই ধরনের ট্রামই ভাড়া পাওয়া যাবে। তবে ট্রামে রান্না করা যাবে না। অন্যত্র রান্না করে সেটা ট্রামে তুলতে হবে।

নিগমের হাতে মোট ২৭০টির মতো ট্রাম রয়েছে। তার মধ্যে গড়ে ৪৫টি ট্রাম প্রতিদিন রাস্তায় নামে। বাকি ট্রামগুলিকে কীভাবে এবার এই উপায়ে সরকার কাজে লাগাতে চাইছে। এর আগে ট্রাম নিয়ে সরকারের নানা পরীক্ষা-নিরীক্ষা সফল হয়েছে। ক্যাফেটেরিয়া, মিউজিয়াম সহ নানা উদ্যোগ সফল হয়েছে। এবার দেখার এই দুই উদ্যোগ কতটা সফল হয়। 

সূত্র: ওয়ানইন্ডয়া

একে//

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি