ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

ট্রাম্প-বাইডেন পাল্টাপাল্টি অভিযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৫, ১৪ অক্টোবর ২০২০

অভিযোগ পাল্টা অভিযোগে জমে উঠেছে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা। নির্বাচনে জো বাইডেন জিতলে তা যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় ক্ষতির কারণ হবে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ট্রাম্পকে বিচারবুদ্ধিহীন বলে উল্লেখ করেছেন জো বাইডেন। 

আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে সরগরম যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গন। করোনার নমুনা পরীক্ষায় নেগেটিভ আসা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রচারণা চালাতে এখন পেনসিলভেনিয়ার পথে। 

ভোটারদের টানতে প্রেসিডেন্ট ট্রাম্প নতুন কোনো নীতি বা প্রতিশ্রুতির প্রকাশ করেননি। তবে তার আমলেই ক্যানসার ও এইডসের ওষুধ আবিষ্কারের পাশাপাশি মঙ্গলগ্রহে মার্কিন মহাকাশচারী পাঠানো হবে বলে ঘোষণা করেন। 

এদিকে, ফ্লোরিডার নির্বাচনী প্রচারের সময় স্বাস্থ্যবিধি না মানায় ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। বলেন, ফ্লোরিডার সিনেটরদের টানার চেষ্টা করছেন ট্রাম্প।

আর, আগামী সপ্তাহ থেকে নিজ দলের প্রার্থী বাইডেনের সমর্থনে প্রচারণায় নামছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। 

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, ওবামার সম্ভাব্য প্রচারণার এলাকা হিসাবে ফ্লোরিডা, উত্তর ক্যারোলিনা, উইসকনসিন স্থান পাবে। 

আফ্রিকান আমেরিকান নাগরিক, ল্যাটিন এবং তরুন ভোটারদের মাঝে ডেমোক্রেটিক দলের নির্বাচনী লক্ষ্যগুলো তুলে ধরবেন তিনি। 

এমবি//
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি