ঢাকা, বুধবার   ০৮ মে ২০২৪

ট্রাম্পকে সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪০, ৩১ আগস্ট ২০১৯

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কার্যকলাপের ব্যাপারে চিরদিন মুখ বন্ধ রাখবেন না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস।

নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে ম্যাটিস এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্পকে ত্যাগ করার পর আমার নীরবতা চিরকালীন নয় এবং একদিন আমি তার ব্যাপারে মুখ খুলব।

সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী তার নিবন্ধে ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক অঙ্গনে হস্তক্ষেপমূলক নীতিকে ‘অগঠনমূলক’ বলে অভিহিত করেন।

এর আগে জিম ম্যাটিস গত বুধবার বলেছিলেন, তিনি ট্রাম্প প্রশাসনকে এজন্য ত্যাগ করেছেন যে, আমেরিকার মিত্রদের আস্থা ও বিশ্বাস ধরে রাখার জন্য তিনি মার্কিন প্রেসিডেন্টকে যে পরামর্শ দিতেন তা ট্রাম্প উপেক্ষা করতেন।

সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস ২০১৮ সালের ২০ ডিসেম্বর প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন। সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হবে বলে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেয়ার পরদিনই ম্যাটিস পদত্যাগ করেন। সিরিয়ায় মার্কিন সেনা উপস্থিতিসহ নানা ইস্যুতে ম্যাটিসের সঙ্গে ট্রাম্পের মতবিরোধ ছিল।

তথ্যসূত্র: পার্সটুডে

এমএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি