ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

‘ট্রাম্পের গায়ে হাত দিয়ে হাত নষ্ট করতে চাই না’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২১, ২৭ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো একজন জুয়ারির গায়ে হাত দিয়ে হাত অপবিত্র করতে চান না বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান মেজর জেনারেল কাসেম সুলাইমানি।

ইরানের হামদানে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে তিনি বলেন, যেকোনো আগ্রাসনে ইরানের দেয়া পাল্টা জবাব পাওয়ার মতো মর্যাদার অধিকারী ট্রাম্প নন। তার গায়ে হাত দিয়ে অপবিত্র হতে চাই না।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে মোকাবেলার জন্য ইরানের পুরো সামরিক বাহিনীর প্রয়োজন নেই, কুদস ফোর্স একাই যথেষ্ট।

জেনারেল কাসেম সুলাইমানি ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আমরা সব জায়গায় আছি। কারণ আমরা শাহাদাৎপিয়াসী জাতি। আমরা অনেক কঠিন পথ ও ঘটনা পাড়ি দিয়ে এসেছি।

ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করলে যুক্তরাষ্ট্রের পতন অনিবার্য। যুদ্ধের সমাপ্তিটা কেমন হবে তা আমরা নির্ধারণ করব।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি