ট্রাম্পের নিষেধাজ্ঞার ওপর সাময়িক স্থগিতাদেশ জারি
প্রকাশিত : ১৭:৪৯, ৪ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৭:৪৯, ৪ ফেব্রুয়ারি ২০১৭
মুসলিম অধ্যুষিত সাত দেশের নাগরিক ও শরণার্থীদের প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞার ওপর জারি হয়েছে সাময়িক স্থগিতাদেশ। স্থানীয় সময় শুক্রবার মার্কিন ডিসস্ট্রিক জাজ জেমস রবার্ট এ আদেশ দেন। তবে স্থগিতাদেশ বাতিলে দ্রুত ব্যবস্থা নিচ্ছে হোয়াইট হাউস। যদিও এরআগেই বাতিল করা হয় ৭ দেশের ৬০ হাজারেরও বেশি নাগরিকের ভিসা।
ইরানের চার মাসের শিশু ফাতেমা। জটিল হৃদরোগে আক্রান্ত। ফেব্র“য়ারির ৫ তারিখে যুক্তরাষ্ট্রের ওরিগন হাসপাতালে তার জরুরী অপারেশন হওয়ার কথা। কিন্তু ট্রাম্পের প্রবেশ নিষেধাজ্ঞা কবলে পড়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে পড়ে ফাতেমা।
ফাতেমার মতো এমন আরো অনেকেই ট্রাম্পের নিষেধাজ্ঞা আদেশের শিকার হয়। ভ্রমনের জন্য আবেদন করা মুসলিম অধ্যুষিত ৭ দেশের ৬০ হাজারেরও বেশি নাগরিকের ভিসা বাতিল করে মার্কিন পররাষ্ট্রদপ্তর। যদিও সরকারি আইনজীবীরা এই সংখ্যা এক লাখেরও বেশি বলে দাবি করেছে।
বিতর্কিত এ আদেশ নিয়ে খোদ দেশের ভেতরেই আইনী চ্যালেঞ্জের মুখে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই ধারাবাহিকতায় এর বিরুদ্ধে দেশবাপী সাময়িক স্থগিতাদেশ জারি করেছেন ওয়াশিংটনের সিয়াটলের ফেডারেল জাজ। প্রেসিডেন্টের নির্বাহী আদেশকে কোন অঙ্গরাজ্যের বিচারক চ্যালেঞ্জ করতে পারবে না, সরকারি আইনজীবীদের এমন দাবিও নাকচ করে দেন তিনি।
তবে হোয়াইট হাউস এ নিষেধাজ্ঞাকে বৈধ দাবি করে আদালতের স্থগিতাদেশ বাতিলে দ্রুত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে।
আরও পড়ুন