ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

ট্রাম্পের পুজো করেন ভারতীয় এই কৃষক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫২, ২৬ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘ঈশ্বর’ মনে করেন ভারতের তেলেঙ্গানার জনগাঁও জেলার কন্নে গ্রামের কৃষক বুসা কৃষ্ণা। ঠাকুরঘরের সিংহাসনে ডোনাল্ড ট্রাম্পের ছবি রেখে তাই রোজ পুজো করেন তিনি।

২০১৭-র ফেব্রুয়ারি থেকেই ট্রাম্পকে পুজো দেওয়া শুরু করেন বুসা। তিনি মনে করেন, ভালোবাসা দিয়েই জয় করা যায় সব হিংসাকে। বুসার দাবি, ভারতীয় সংস্কৃতি, ভারতীয়দের অহিংস নীতিতে ভর করেই ট্রাম্পকে তার সিংহাসনে ঠাঁই দিয়েছেন তিনি।

দু’বেলা ট্রাম্পের ছবির সামনে রীতিমতো ঘণ্টা নাড়িয়ে আরতি, মন্ত্রপাঠ করেন এই যুবক। বিশ্বাস, তার আরাধ্য দেবতা দূরে থেকেও এসব টের পান। শুধু তা-ই নয়, এতে তুষ্টও নাকি হন তিনি! তার ‘ভগবান’কে ভারতীয় সংস্কৃতির সঙ্গে পরিচয় করাতে এ উপায়ই বার করেছেন বুসা।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি