ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

ঠাণ্ডাজনিত রোগে কুড়িগ্রামে ১১ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৪, ৯ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১১:৫৮, ৯ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

তীব্র শীতে ১ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত কুড়িগ্রামে ১১ জনের মৃত্যু হয়েছে। ঘন কুয়াশা আর তীব্র শীতের কারণে লোকজন ঘর থেকে কাজে বের হতে পারছেন না। মঙ্গলবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা  ছিল ৫.৮ ডিগ্রি সেলসিয়াস।  

কুড়িগ্রাম সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, এ হাসপাতালে শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে সোমবার পর্যন্ত ১৮০ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানা যায়। এরা হলেন- নয়নমনি (১ দিন), খাদিজা (১ দিন), সাবিহা (৪ দিন), মিরাজ (৫ দিন), আমেনা (৬৫), জাহানারা (৩০), মিম (দেড় বছর), এমরাত জাহান (১৫ দিন), জিতিয়া (৬০ দিন), মাজেদা (১ দিন) ও শিউলী।    

কুড়িগ্রাম সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আনোয়ারুল হক প্রামাণিক জানান, গত এক সপ্তাহে হাসপাতালে মারা যাওয়া ১১ জনের মধ্যে দুজন বয়স্ক। বাকিরা শিশু। লোবাকোয়েট, নিউমেনিয়া ও জন্মের সময় সমস্যার কারণে তারা মারা গেছে।

কুড়িগ্রাম ত্রাণ ও পুনর্বাসন অফিস সূত্রে জানা গেছে, চলতি শীত মোকাবেলায় ত্রাণ বিভাগ থেকে ৯টি উপজেলায় ৫৭ হাজার কম্বল সরবরাহ করা হয়েছে।

একে//এসএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি