ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

প্রিমিয়ার ব্যাংক 

ডিএমডি হলেন শহীদ হাসান মল্লিক এবং শাহেদ সেকান্দার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৩, ২০ জানুয়ারি ২০২০ | আপডেট: ১৬:৪০, ২২ জানুয়ারি ২০২০

প্রিমিয়ার ব্যাংকের নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক হলেন মো. শহীদ হাসান মল্লিক এবং শাহেদ সেকান্দার। মো. শহীদ হাসান মল্লিক তার দীর্ঘ ৩০ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে বহুমুখী অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি বিগত ১৮ বছর যাবত প্রিমিয়ার ব্যাংকের উন্নয়নে এক অনন্য ভূমিকা রেখেছেন। 


বর্তমানে তিনি নারায়নগঞ্জ শাখা প্রধান ও আঞ্চলিক প্রধান হিসেবে কর্মরত আছেন। তিনি ১৯৯০ সালে আল বারাকা ব্যাংক বাংলাদেশ লিমিটেডে তার পেশা জীবন শুরু করেছিলেন। পরবর্তিতে তিনি প্রাইম ব্যাংক লিমিটেড এ তার পেশাজীবন অতিবাহিত করেছেন ২০০২ সালে প্রিমিয়ার ব্যাংকে যোগদানের পূর্ব পর্যন্ত।

শাহেদ সেকান্দার তার দীর্ঘ ৩৬ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে বহুমুখী অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি বিগত ১০ বছর যাবত প্রিমিয়ার ব্যাংকের উন্নয়নে এক অনন্য ভূমিকা রেখেছেন। বর্তমানে তিনি গুলশান শাখা প্রধান ও আঞ্চলিক প্রধান হিসেবে কর্মরত আছেন। 

তিনি ১৯৮৩ সালে ন্যাশনাল ব্যাংক লিমিটেডে তার পেশা জীবন শুরু করেছিলেন। পরবর্তিতে তিনি ন্যাশনাল ক্রেডিট লিমিটেড, ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক লিমিটেড, সোশ্যাল ইনভেস্টমেন্ট ব্যাংক লিমিটেড এ তার পেশাজীবন অতিবাহিত করেছেন।

কেআই/এসি
 


 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি