ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫

ডিএমপির ৩ কর্মকর্তার পদায়ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪১, ২১ অক্টোবর ২০২৪

Ekushey Television Ltd.

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার তিন কর্মকর্তাকে বিভিন্ন বিভাগে পদায়ন করা হয়েছে।

গতকাল রোববার (২০ অক্টোবর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন করা হয়।

আদেশে বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটনে সহকারী পুলিশ কমিশনার পদে কর্মরত মো. সরওয়ার হোসেনকে ডিএমপির পিওএম-পূর্ব বিভাগ, ঢাকা মেট্রোপলিটনে সহকারী পুলিশ কমিশনার পদে কর্মরত মো. তোতা মিয়াকে ডিএমপির পিওএম-পশ্চিম বিভাগ এবং ডিএমপির পিওএম-পশ্চিম বিভাগে কর্মরত মো. মনিরুল ইসলামকে কমিউনিটি পুলিশিং ক্রাইম বিভাগে বদলি করা হয়েছে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি