ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

ডিএসই’তে ১১ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৩, ১২ ফেব্রুয়ারি ২০২০

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে আজ ডিএসইতে লেনদেন বেড়েছে বড় ব্যবধানে। এদিন ডিএসইতে লেনদেন প্রায় ৩০ শতাংশ বেড়ে ৬৫৭ কোটিতে অবস্থান করছে; যা গত ১১ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন ডিএসইর।

এর আগে ২০১৯ সালের ১৩ মার্চ ডিএসইতে ৭০৮ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এরপর গত বছরে পুঁজিবাজারে দীর্ঘ মন্দায় ‍সূচকের সাথে লেনদেনও তলানিতে নেমেছিল। বেশিরভাগ সময়ই ডিএসইর লেনদেন ২০০ থেকে ৪০০ কোটি টাকাতে অবস্থান করেছিল। আর মাঝে মাঝে লেনদেন  ৫০০ কোটির ঘর অতিক্রম করলেও ৬০০ কোটিতে পৌঁছাতে পারেনি।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে আজ ৬৫৭ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ১৫১ কোটি ৩৪ লাখ টাকা বেশি। গতকাল লেনদেনের পরিমাণ ছিল ৫০৫ কোটি ৮৫ লাখ টাকা।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৯ পয়েন্ট বেড়ে  অবস্থান করছে ৪ হাজার ৪৮০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫১৬ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬০টির, কমেছে  ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হল- শেফার্ড ইন্ডাস্ট্রিজ,  লাফার্জহোলসিম বাংলাদেশ, ওরিয়ন ইনফিউশন, খুলনা পাওয়ার,  ইন্দো-বাংলা ফার্মা, এডিএন টেলিকম, বিএসসিসিএল, এসকে ট্রিমস, এসএস স্টিল, সাইফ পাওয়ার।  

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হল- আইসিবি এমপ্লোয়ি প্রোভিডেন্ট মিঃ ফাঃ ওয়ান স্কিম ওয়ান, ওরিয়ন ফার্মা, সায়হাম টেক্সটাইল, আইসিবি, হাক্কানী পাল্প, আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিঃ ফাঃ, আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রনী ব্যাংক মিঃ ফাঃ, আইসিবি এএমসিএল সোনারী ব্যাংক ফার্স্ট মিঃ ফাঃ, ওরিয়ন ইনফিউশন ও প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিঃ ফঃা। 

অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হল- শ্যামপুর সুগার, ইউনাইটেড এয়ার, কপারটেক ইন্ডাস্ট্রিজ, মেট্রো স্পিনিং, বিজিআইসি, রূপালী ব্যাংক লিঃ, প্রগতী ইন্সুরেন্স,  জিলবাংলা সুগার ও প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিঃ ফাঃ।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই দশমিক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৬৩২ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ১৯ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি