ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

ডিজিটালাইজেশনের পাশাপাশি সাইবার নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৯:৪৮, ১৯ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৯:৪৮, ১৯ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

ডিজিটালাইজেশনের পাশাপাশি সবক্ষেত্রে সাইবার নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তথ্য প্রযুক্তি কাজে লাগিয়ে কেউ যাতে অপরাধ করতে না পারে, সেজন্য ডিজিটাল নিরাপত্তা আইন করা হচ্ছে বলেও জানান তিনি। বুধবার <ংঃৎড়হম>দুপুরে তথ্য প্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক মেলা ‘ডিজিটাল ওয়ার্ল্ড’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরো জানান, আগামী বছরই ফোরজি নেটওয়ার্কের আওতায় আসবে দেশ। রাজধানীর বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে শুরু হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক দেশের সবচেয়ে বড় মেলা ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬’। বুধবার দুপুরে তিন দিনব্যাপী মেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাত সহ আন্তর্জাতিক সব অর্জন দেশবাসীকে <ংঃৎড়হম>উতসর্গ করেন প্রধানমন্ত্রী। ডিজিটাল সেবা বাড়াতে ১০ হাজার নতুন ল্যাব স্থাপন করা হচ্ছে বলেও জানান তিনি। তবে, এ’খাতের উন্নয়নের পাশাপাশি নিরাপত্তা বলয় বাড়ানোরও তাগিদ দেন প্রধানমন্ত্রী। ছেলে সজীব ওয়াজেদ জয়ের আইসিটি ফর ডেভেলপমেন্ট পুরস্কার পাওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী নিজের কম্পিউটার জ্ঞানের জন্যও কৃতিত্ব দেন ছেলেকে। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর কাজ এগিয়ে চলছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের সঙ্গে সংযোগের কাজও দ্রুত গতিতে এগুচ্ছে। ‘ননস্টপ বাংলাদেশ’ শ্লোগান সামনে রেখে আয়োজিত এই মেলায় ৪০টি মন্ত্রণালয়ের ডিজিটাল সেবার আদ্যোপান্ত তুলে ধরা হচ্ছে। এতে শীর্ষস্থানীয় শতাধিক বেসরকারি প্রতিষ্ঠানও তাদের ডিজিটাল কার্যক্রম তুলে ধরছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি