ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীতকরণসহ সংস্কার কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত

প্রকাশিত : ১২:২৯, ২৭ জুন ২০১৬ | আপডেট: ১২:২৯, ২৭ জুন ২০১৬

Ekushey Television Ltd.

ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ কমাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীতকরণসহ সংস্কার কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। যান চলাচল স্বাভাবিক রাখতে খুলে দেয়া হচ্ছে সড়কের সবগুলো লেন। আর দুর্ঘটনা এড়ানো ও যানজট নিরসনে হাইওয়েতে মোতায়েন থাকছে পর্যাপ্ত পুলিশও। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রায় একশ’ কিলোমিটার কুমিল্লা জেলায়। এরইমধ্যে এখানে, চার লেনে উন্নীত করার কাজ প্রায় শেষ। চলছে ডিভাইডার নির্মাণ ও সৌন্দর্যবর্ধনের কাজ। এছাড়া কোথাও কোথাও চলছে পুরাতন সড়ক সংস্কার কাজ। সব মিলিয়ে একটি লেন বন্ধ থাকায় প্রায়ই লেগে থাকে তীব্র যানজট। তাই ঈদ উপলক্ষে যান চলাচল স্বাভাবিক রাখতে সবধরণের সংস্কার কাজ বন্ধ রেখে মহাসড়কের চারটি লেন খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ঈদে ভোগান্তি নিরসনে কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে স্বস্তির নিঃশ্বাস চলাচলকারীদের। তবে সিদ্ধান্তের দ্রুত বাস্তবায়ন দেখতে চান তারা। এদিকে ঈদের আগে ও পরে মহাসড়কে অপ্রয়োজনীয় যান চলাচল বন্ধের পাশাপাশি দুর্ঘটনা এড়াতেও হাইওয়ে পুলিশের পক্ষ থেকে নেয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। যানজট নিরসনে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি গুরুত্বপূর্ণ ৮টি স্থানে ওয়াচ টাওয়ার স্থাপন করা হবে বলেও জানায় হাইওয়ে পুলিশ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি