ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

ঢাকা ছেড়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট

প্রকাশিত : ১৯:৫০, ৩ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:৫০, ৩ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

তিনদিন সফর শেষে ঢাকা ছেড়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। দুপুর ২টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ বিমানে ঢাকা ত্যাগ করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বিদায় জানান। এর আগে সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে বৈঠক করেন মাহমুদ আব্বাস। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বাংলাদেশ সরকারের পাশাপাশি জনগণেরও সমর্থন রয়েছে বলে তাকে জানান রওশন এরশাদ। তিনদিনের সরকারি সফর শেষে শুক্রবার দুপুর আড়াইটার দিকে ঢাকা ছেড়ে যান ফিলিস্তিনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস। তাকে বিদায় জানাতে বিমানবন্দরে হাজির হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফুল দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানান ফিলিস্তিনের প্রেসিডেন্টকে। বিদায়ের আগে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি বিশেষ দল মাহমুদ আব্বাসকে গার্ড অব অনার দেন। শুক্রবার দুপুর ২ টা পয়তাল্লিশ মিনিটে একটি বিশেষ বিমান মাহমুদ আব্বাসকে নিয়ে ঢাকা ছাড়ে। এর আগে সফরের শেষদিন দুপুর দেড়টায় হোটেল লা মেরিডিয়ানে ফিলিস্তিনের প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য দেখা করেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। সাক্ষাতে স্বাধীন ফিলিস্তিনের প্রতি সরকারের সমর্থন ও সহযোগিতার প্রতিশ্রুতির প্রতি জাতীয় পার্টির সমর্থনও জানান তিনি। এর আগে বুধবার বিকেল ৫ টায় প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে ঢাকা সফরে আসেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট। তিনদিনের এই সফরে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন ও ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শনের পাশাপাশি রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন তিনি। এসব বৈঠকে স্বাধীন ফিলিস্তিনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন বাংলাদেশের রাষ্ট্র ও সরকার প্রধান।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি