ঢাকা, বুধবার   ২৪ ডিসেম্বর ২০২৫

নির্বাচন ও গণভোটের গান ঢাকা বিভাগে রিলিজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৩, ২৪ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ০৯:০৩, ২৪ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

আগামী সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষ্যে দেশের আটটি বিভাগের জন্য আটটি গান তৈরি করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এর মধ্যে ঢাকা বিভাগের জন্য নির্মিত গানটি রিলিজ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। 

প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে একসঙ্গে মুক্তি পায় ঢাকা বিভাগের গানটি। গানটি গেয়েছেন স্টোইক ব্লিস খ্যাত কাজী।

পর্যায়ক্রমে আটটি গানই প্রকাশ পাবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। 

এর আগে, গত ১১ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

তফসিল অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। ওই দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি