ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালো দিবস পালন

প্রকাশিত : ১৭:১৫, ২৩ আগস্ট ২০১৬ | আপডেট: ১৭:১৫, ২৩ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে ফুটবল খেলা দেখার সময় সেনাসদস্যদের সাথে ছাত্রদের বিবাদের নিন্দনীয় ঘটনার স্মরনে কালো দিবস পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে আয়োজন করা হয় কালো দিবস আলোচনা সভা। আলোচনায় ২০০৭ সালের ২৩ আগস্ট রাতে বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষক ও আটজন ছাত্রকে গ্রেপ্তার করে নির্যাতনকারী সেনা সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তারা। আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের সাহসী ভূমিকা সেদিন গণতন্ত্র বিকাশের পথকে সুগম করেছিল।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি