ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে অগ্নিকাণ্ড

প্রকাশিত : ১২:০৩, ৭ জুলাই ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার সকাল ১০টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে খুব দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার ফলে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গ্রন্থাগারের পিছনের গেটের পাশের সার্কিট বোর্ডে আগুন লেগে ধোঁয়া ছাড়িয়ে পড়ে। এ সময় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লাইব্রেরির কর্মীরা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে এতে পুরোপুরি সফল হননি তারা। পরে নীলক্ষেত ও গুলিস্তান ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পর থেকে লাইব্রেরির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে।

এদিকে আগুন লাগার পর ভেতরে অবস্থানরত প্রায় ২ হাজার শিক্ষার্থী-কর্মকর্তার মধ্যে আতঙ্ক তৈরি হয়। বের হওয়ার জন্য ইমার্জেন্সি এক্সিট ওয়ে না থাকায় আতঙ্ক সৃষ্টি হয়।

এমএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি