ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশিত : ১৪:৪২, ৩০ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৪:৪২, ৩০ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের অধীনে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল দশটায় ঢাকা বিশ^বিদ্যালয় ক্যাম্পাস ও বাইরে ৫৫টি কেন্দ্রে এই পরীক্ষা হয়। ‘গ’ ইউনিটের ১২শ’ ১০টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেয় ৪৩ হাজার ৪০০ জন শিক্ষার্থী। তবে, পরীক্ষায় একটি সেটের প্রশ্নপত্রে একটি প্রশ্ন কম পাওয়া গেছে। ১০০টি প্রশ্ন থাকার কথা থাকলেও সেখানে ছিল ৯৯টি প্রশ্ন। বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সবাইকে এক মার্ক বেশি দিয়ে ফল প্রকাশ করা হবে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি