ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

ঢাকার সঙ্গে দক্ষিণ-উত্তরের ট্রেন চলাচল স্বাভাবিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৭, ১ ডিসেম্বর ২০১৭

প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে শুক্রবার সকাল ৮টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেন পাবনা ভাংগুড়ার বড়াল ব্রিজ স্টেশনের কাছে পৌঁছালে ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে দক্ষিণ ও উত্তরবঙ্গের সঙ্গে প্রায় দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে ভাংগুড়া রেলওয়ে স্টেশনের কর্মচারী ও স্থানীয়রা মিলে বগি দুটি সরিয়ে দিলে সকাল ১০টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ভাংগুড়া স্টেশনের বুকিং সহকারী ইনচার্জ মেহেদী আল মাহামুদ গণমাধ্যমকে জানান, বগি লাইনচ্যুতির পর দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। আজ সারাদিন এ রুটের প্রতিটি ট্রেন এক ঘণ্টা বিলম্বে যাত্রা করবে বলে জানান তিনি।

 

আর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি