ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

ঢাকাস্থ হোটেল সারিনায় রবি গ্রাহকদের জন্য বিশেষ ছাড়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫৭, ৬ মার্চ ২০১৮ | আপডেট: ১৫:০৮, ৭ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

তারকা হোটেল সারিনার ঢাকার শাখায় বিশেষ ছাড় পাবে রবি গ্রাহকেরা। ‘ধন্যবাদ’ কর্মসূচির আওতায় দেশের অন্যতম মোবাইল সংযোগ প্রদানকারি অপারেটর রবি’র গ্রাহকেরা এ বিশেষ ছাড় পাবেন।

এ বিষয়ে সম্প্রতি প্রতিষ্ঠান দুইটি মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

রাজধানীর হোটেল সারিনায় রবির লয়্যালটি অ্যান্ড উইনব্যাকস’র জেনারেল ম্যানেজার তৌফিক ইমাম এবং হোটেলটির জেনারেল ম্যানেজার দীপক পাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় সামারফিল্ড রেস্টুরেন্টে একটি ডিনার প্যাকেজের সাথে দুটি ফ্রি ডিনার এবং একটি কিনলে আরেকটি ফ্রি ব্রেকফাস্ট/লাঞ্চ/মিডনাইট বুফে উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

এছাড়াও রবি গ্রাহকদের জন্য রুম রেটে কর্মদিবসগুলোতে ৪০ শতাংশ, সাপ্তাহিক ছুটির দিনগুলোতে ৩০ শতাংশ এবং ব্যাঙ্কুয়েট হল ভাড়ার ক্ষেত্রে ৩০ শতাংশ ছাড় রয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রবির লয়্যালটি অ্যান্ড উইন-ব্যাকের ম্যানেজার শাহাদাত এইচ মজুমদার ও আহমেদ উল্লাহ চৌধুরী এবং হোটেল সারিনা ঢাকার ডিরেক্টর ফিন্যান্স মোহাম্মদ আলী চৌধুরী, মার্কেটিং কমিউনিকেশন এক্সিকিউটিভ নাবিলা তাবাসসুম ও গেস্ট সার্ভিস এক্সিকিউটিভ সামিনা রূপা উপস্থিত ছিলেন।   

//এস এইচ এস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি