ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

পাঁচ দফা দাবি

ঢাবি অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৮, ২৫ জুন ২০১৮

সময়মতো পরীক্ষা নেওয়া ও ফলাফল প্রকাশসহ পাঁচ দফা দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধনীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।
সোমবার সকাল ১০টার দিকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এক মানববন্ধন থেকে এসব দাবি উত্থাপন করা হয়।
মানববন্ধনে পাঁচ দফা দাবি উত্থাপন করেন আন্দোলনকারীদের সমন্বয়ক তিতুমীর কলেজের ফিনান্স বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী বিজিত শিকদার।
উত্থাপিত দাবিসমূহ হল- সেশনজট শূণ্যের কোঠায় আনা, সময় মতো পরীক্ষা নেওয়া ও ফলাফল প্রকাশ করা, মাস্টার্সের এক বিষয়ে যারা ফেল করেছে তাদের বিবেচনায় আনা, সকল ছাত্র-ছাত্রীদের জন্য চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো এবং ছাত্র-ছাত্রীদের অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানোর পাশাপাশি যথাযথ মূল্যয়ন করা।
দাবি উত্থাপন করে বিজিত শিকদার বলেন, সরকারি সাত কলেজ ঢাবির অধিভুক্তি হওয়ার পর নানা সমস্যা, সংকটে জর্জরিত। এই সংকট কাটছে না। আমাদের ঠিকমতো পরীক্ষা নেওয়া হয় না। পরীক্ষা হলেও ফলাফল প্রকাশ করতে দেরি করা হয়। এর ফলে আমাদের সেশনজটে পড়তে হচ্ছে।

এসময় মাস্টার্সে যেসব শিক্ষার্থীরা এক বিষয়ে ফেল করেছেন তাদের বিষয়টি বিবেচনায় আনার দাবিও জানান তিনি।
এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি