ঢাকা, মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫

ঢাবি অধ্যাপক জিয়া রহমান আইএসসি’র বোর্ড পরিচালক নির্বাচিত

ঢাবি সংবাদদাতা

প্রকাশিত : ২২:১১, ৩১ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিমিনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. জিয়া রহমান আগামী ৫ বছরের জন্য ‘ইন্টারন্যাশনাল সোসাইটি অব ক্রিমিনোলজি (আইএসসি)’ এর বোর্ড অব ডাইরেক্টরস নির্বাচিত হয়েছেন।

কাতারের দোহায় গত ২৭ থেকে ৩০ অক্টোবর অনুষ্ঠিত সোসাইটি’র আন্তর্জাতিক সম্মেলনে তিনি প্রথম বাংলাদেশী হিসেবে এই সম্মানে ভূষিত হন।

পুনরায় আইএসসি’র সভাপতি নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রফেসর এমিলিও সি ভিয়ানো। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যুক্তরাজ্যের প্রফেসর ড. সুসান এডওয়ার্ডস। অধ্যাপক ড. জিয়া রহমান বিশ্বের বিভিন্ন দেশের আইএসসি’র অন্যান্য ১৮ জন বোর্ড পরিচালকের সাথে দায়িত্ব পালন করবেন এবং বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

উল্লেখ্য, অধ্যাপক ড. জিয়া রহমান ‘বাংলাদেশ সোসাইটি অব ক্রিমিনোলজি’ এর বর্তমান সভাপতি।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি