ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

সাত কলেজের অধিভূক্তি বাতিল দাবি

ঢাবি শিক্ষার্থীদের অবরোধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৯, ১৫ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত রাজধানীর সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে দ্বিতীয় দিনে টিএসসিতে রাস্তা অবরোধ ও বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে ক্লাস বর্জন করে রাজু ভাস্কর্জের সামনে তারা অবস্থান নেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজস্ব পরিচয় সংকট থেকে রক্ষা পেতেই তারা এই আন্দোলন করছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সাত কলেজের অধিভুক্তি বাতিলের জন্য ক্লাস বর্জন করে রাজু ভাস্কর্জের রাস্তা অবোরোধ করে বিক্ষোভ ও মিছিল করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ক্যাম্পাসে বিভিন্ন অপকর্ম করছে সাত কলেজের অধিভুক্তি শিক্ষার্থীরা এমন অভিযোগ এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পরিচয় সংকটে পড়েছে বলে মনে করছেন আন্দোলনকারীরা।
সাত কলেজের বিরুদ্ধে নয় তাদের এই আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে বলেও জানান আন্দোলনকারীরা।
শেষ খবর পাওয়া পর্যন্ত আন্দোলনকারী শিক্ষার্থীরা ঢাকা বিশ্বাবদ্যালয়ের ভিসি কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে দাবি আদায়ের জন্য।
/ এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি