ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

ঢাবি সিন্ডিকেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৭, ১৯ এপ্রিল ২০১৮ | আপডেট: ১১:০৯, ২২ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল ফাইন্যান্স কমিটিতে শিক্ষক প্রতিনিধি নির্বাচন বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়েছে।

এ নির্বাচনে সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ ভোটকেন্দ্র পরিদর্শন করেন।

নির্বচন কমিশন বিকেলে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।

চূড়ান্ত ফলাফলে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ- ১৯৭৩-এর অন্তর্ভুক্ত আর্টিক্যাল ২৩(১)(ডি) ও (২) এবং প্রথম সংবিধির ৫০(১) ধারা অনুযায়ী সিন্ডিকেটে নির্বাচিত ৬ জন শিক্ষক প্রতিনিধি হলেন- ডিন ক্যাটাগরিতে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান, প্রভোস্ট ক্যাটাগরিতে সূর্যসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, অধ্যাপক ক্যাটাগরিতে আইন বিভাগের অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ, সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হুমায়ুন কবির, সহকারী অধ্যাপক ক্যাটাগরিতে অণুজীব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মিজানুর রহমান এবং প্রভাষক ক্যাটাগরিতে একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রভাষক জান্নাতুল নাঈমা।

ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ- ১৯৭৩-এর অন্তর্ভুক্ত আর্টিক্যাল ২৬(১)(এইচ) এবং ক্যালেন্ডার ২য় খন্ডের ১৭নং অধ্যায়ে বর্ণিত পদ্ধতি অনুযায়ী একাডেমিক পরিষদে নির্বাচিত ৬ জন শিক্ষক প্রতিনিধি হলেন- ক গ্রুপে (সহযোগী অধ্যাপক ক্যাটাগরি) পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. আলমগীর কবির, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. নেপাল চন্দ্র রায়, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আশরাফ সাদেক। খ-গ্রুপে (সহকারী অধ্যাপক/প্রভাষক ক্যাটাগরি) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন- গ্রাফিক ডিজাইন বিভাগের সহকারী অধ্যাপক ফারজানা আহমেদ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইফুল আলম চৌধুরী এবং সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক ড. সঞ্চিতা গুহ।

ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ- ১৯৭৩-এর অন্তর্ভুক্ত আর্টিক্যাল ৩১(১)(ই) এবং প্রথম সংবিধির ৫১(১) ধারা অনুযায়ী ফাইন্যান্স কমিটিতে নির্বাচিত ১জন শিক্ষক প্রতিনিধি হলেন- একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন।

 

আর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি