ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

ঢাবিতে কাহালু স্টুডেন্টস ক্লাবের নবযাত্রা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৭, ৭ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধ্যয়নরত বগুড়ার কাহালু উপজেলার ছাত্র-ছাত্রীদের নিয়ে সম্প্রতি গঠিত হয়েছে কাহালু স্টুডেন্টস ক্লাব (কেএসসি), ঢাকা বিশ্ববিদ্যালয়।
সংগঠনের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক অ্যাডভোকেট রিজভী আহমেদ বৃহস্পতিবার টিএএসসি প্রাঙ্গণে সদস্যদের উপস্থিতিতে এক আলোচনা সবার মাধ্যমে সংগঠনের কার্যপরিচালনার জন্য একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।
নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম তুহিন, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আইন বিভাগের তাকি বিল্যাহ্ ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের মো. ইমরান আলী।
সংগঠনটি মূলত ছাত্র-ছাত্রীদের মাঝে পারস্পারিক সুসম্পর্ক বৃদ্ধি ও ক্যারিয়ারের উন্নতি সাধনের লক্ষ্যে কাজ করে যাবে।
"আলোকিত হই, আলোকিত করি" স্লোগানটি সাথে নিয়ে কেএসসি তার লক্ষ্য ও উদ্দেশ্য পূরণের জন্য নবযাত্রা শুরু করলো।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি