ঢাকা, বুধবার   ১৫ মে ২০২৪

ঢাবিতে পরিচ্ছন্নতা কর্মসূচির সমাপ্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪৪, ২৬ জানুয়ারি ২০১৮

‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’ স্লোগানকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)-কে পরিচ্ছন্না ক্যাম্পাস গড়ার লক্ষ্যে বছর মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি হাতে নিয়েছিলো স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। আজ শুক্রবার পরিচ্ছন্নতা কর্মসূচি শেষ হয়। এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসিন হলের মাঠে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়কে প্রথম পরিচ্ছন্ন এলাকা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিডি ক্লিন ১২ সপ্তাহব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয় গত বছরের ১০ নভেম্বর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাওছার।

এ অনুষ্ঠানের ভক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে পরিচ্ছন্ন ক্যাম্পাস হিসেবে গড়ার যে কর্মসূচি বিডি ক্লিন নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। এ দেশের  নাগরিক হিসেবে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার দায়িত্ব আমাদেরই। সবাই যদি পরিস্কারের ক্ষেত্রে সচেতন হই তাহলে একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলা সক্ষম হকে। 

এম/টিকে


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি