ঢাকা, শনিবার   ০৩ মে ২০২৫

ঢাবির অধিভুক্ত কলেজে স্নাতকে ভর্তি প্রক্রিয়া শুরু ২৫ সেপ্টেম্বর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৬, ২৩ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজে বিজ্ঞান, বাণিজ্য, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে আবেদন করা যাবে। চলবে ২৫ অক্টোবর পর্যন্ত অনলাইনের মাধ্যমে এই আবেদন গ্রহণ করা হবে।

অধিভুক্ত সরকারি সাত কলেজের প্রধান সমন্বয়কারী এবং বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ভর্তি সংক্রান্ত তথ্য ও বিস্তারিত পাওয়া যাবে অধিভুক্ত সাত কলেজের ওয়েবসাইটে।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি