ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

ঢাবির আকাশে ড্রোন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৬, ১০ এপ্রিল ২০১৮ | আপডেট: ২২:৩৯, ১০ এপ্রিল ২০১৮

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

Ekushey Television Ltd.

কোটা সংস্কারের দাবিতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আকাশে রহস্যময় একটি ড্রোন দেখা গেছে। ড্রোনটি প্রায় ১০ মিনিট ঢাবির ক্যাম্পাসে ঘোরে। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা সেইম সেইম (লজ্জা) বলে চিৎকার করতে থাকে।

মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা ৬টার সময় প্রথমে ঢাবির কেন্দ্রীয় লাইব্রেরির উপরে দেখা যায় ড্রোনটি। তখন লাইব্রেরির সামেন কয়েক হাজার শিক্ষার্থী জড়ো হয়ে কর্মসূচি ঘোষণা করছিল। এর কিছুক্ষণ পর ড্রোনটি ঠিক রাজু ভাস্কর্যের উপরে আসে। এরপর ড্রোনটি লাইব্রেরির উপরে চলে আসে। তার কিছুক্ষণ পর আবার চলে যায়। এসময় কয়েকবার নীল বাতি জ্বলতে দেখা গেছে।

ড্রোনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আকাশে দেখার পর আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে বেশ উদ্বেগ দেখা দিয়েছে।

কেআই/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি