ঢাকা, শনিবার   ০৩ মে ২০২৫

ঢাবির ‘ক’ ইউনিটের পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক ৬

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩০, ২৮ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৫:৩১, ২৮ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির চেষ্টার অভিযোগে ছয়জনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আটকদের মধ্যে পাঁচজন পরীক্ষার্থী আর একজন অভিভাবক। তবে পুরো ‘জালিয়াত চক্রকে’ ধরার জন্য আটকদের কারও পরিচয় এখনও প্রকাশ করেনি ঢাবি কর্তৃপক্ষ।

শুক্রবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৮৪টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে এই ভর্তি পরীক্ষা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানী বলেন, দুইজনকে আমরা আটক করেছি। তাদের দুজনের কাছে ডিজিটাল ডিভাইস পাওয়া গেছে। এর মধ্যে একজন তার অভিভাবকের সংশ্লিষ্টতার কথা জানিয়েছে। আমরা সেই অভিভাবকেও আটক করেছি। এছাড়া তিনটি কেন্দ্র থেকে তিন পরীক্ষার্থীকে একই কারণে আটক করা হয়েছে।

বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ১৭৫০টি আসনের বিপরীতে এবার আবেদনকারীর সংখ্যা ছিল ৮১ হাজার ৯৬ জন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান শুক্রবার সকালে পরীক্ষা শুরুর পর কার্জন হলে কয়েকটি পরীক্ষার হল পরিদর্শন করেন।

আগামী ১২ অক্টোবর ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে এবার ঢাবির ভর্তি যুদ্ধ শেষ হবে। আনুষ্ঠানিক ঘোষণার পর ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (admission.eis.du.ac.bd) থেকে জানা যাবে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি