ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

ঢাবির সমাবর্তন বক্তা ড. আনিসুজ্জামান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৪, ১১ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫১তম সমাবর্তনে বক্তা হচ্ছেন জাতীয় অধ্যাপক ও শিক্ষাবিদ ড. আনিসুজ্জামান। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভায় তাকে চূড়ান্ত করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আখতারুজ্জামান জানান, এর আগে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী ৫১তম সমাবর্তন বক্তা হিসেবে শান্তিতে নোবেল বিজয়ী লেইমা গবোয়ি চূড়ান্ত ছিলেন। কিন্তু সিন্ডিকেটের সভায় আপত্তি থাকায় তার পরিবর্তে ড. আনিসুজ্জামানকে চূড়ান্ত করা হয়।

প্রসঙ্গত, আগামী ৬ অক্টোবর এই সমাবর্তন হওয়ার কথা রয়েছে। সমাবর্তন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এরই মধ্যে  একটি নির্বাহী, একটি ব্যবস্থাপনা ও ২৬টি উপকমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি