তথ্য মন্ত্রণালয়ের জন্য ১ হাজার ৪০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
প্রকাশিত : ১৬:০৬, ১২ জুন ২০২০
আগামী অর্থবছরে তথ্য মন্ত্রণালয়ের জন্য ১ হাজার ৪০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ প্রস্তাব করেন।
বাজেটে তথ্য মন্ত্রণালয়ের জন্য পরিচালন খাতে ৭৭৭ কোটি টাকা এবং উন্নয়ন খাতে ২৬৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে তথ্য মন্ত্রণালয়ের জন্য ৯০৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছিল। সংশোধিত বাজেটে এর আকার দাঁড়ায় ৯৮৯ কোটি টাকা। গত অর্থবছরের প্রস্তাবিত বাজেটের চেয়ে এবার তথ্য মন্ত্রণালয় খাতে ১৩১ কোটি টাকা বেশি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
এমবি//
আরও পড়ুন