ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

তাঞ্জানিয়ায় ফেরি ডুবে ৪২জনের প্রাণহানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১০, ২১ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ০৯:১১, ২১ সেপ্টেম্বর ২০১৮

তাঞ্জানিয়ায় একটি যাত্রীবাহী ফেরি ডুবে ৪২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় উদ্ধার কর্মীরা শতাধিক যাত্রীকে জীবিত এবং ৩২ জনতে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালে দেশটির ভিক্টোরিয়া হ্রদে তিন শতাধিক যাত্রী নিয়ে এমভি নায়রেরে নামে ওই ফেরিটি ওকরা ও বুগলরা নামে দুটি দ্বিপের মাঝামাঝি স্থানে উল্টে যায়।

ধারণা করা হচ্ছে, অতিরিক্ত যাত্রী বোঝাই করার কারণে ওই ফেরিডুবির ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী অনেকের দাবি, ডুবে যাওয়া যাত্রীর সংখ্যা দুই শতাধিক।

উল্লেখ্য, ১৯৯৬ সালে ভিক্টোরিয়া হ্রদের একই এলাকায় ফেরি দুর্ঘটনায় অন্তত ৫০০জনের মৃত্যু হয়।

সূত্র: রয়টার্স

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি