ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

তানজানিয়ায় দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২০৯

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৪, ২৩ সেপ্টেম্বর ২০১৮

পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় ফেরি ডুবিতে মৃতের সংখ্যা বেড়ে দায়িয়েছে ২০৯ জনে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে তানজানিয়ায় প্রেসিডেন্ট জন মাগুফলি এ ঘটনার নিন্দা জানিয়ে ফেরির সব চালককে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। ফেরির ক্যাপ্টেনকে আটক করে আইন-শৃঙ্খলা বাহিনীর হেফাজতে রাখা হয়েছে।

গত বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) অতিরিক্ত যাত্রীসহ লেক ভিক্টোরিয়ার তানজানিয়া অংশের ইউক্রেওয়ি দ্বীপের কাছে নেইরিরে নামের ফেরিটি ডুবে যায়। পরে ফেরিটিকে উকোরা ও বুগোলোরা দ্বীপের মধ্যবর্তী উপকূলের কাছাকাছি উল্টানো অবস্থায় পাওয়া যায়।

ফেরি দুর্ঘটনায় ইতোমধ্যে তানজানিয়ায় চারদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

দেশটির রাষ্ট্রিয় টেলিভিশন বলছে, ফেরিটিতে ধারণক্ষমতা একশ জন থাকলেও এতে চারশো’র বেশি যাত্রী ছিল।  

সূত্র: সিএনএন

এমএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি