ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

তাপদাহের বিরূপ প্রভাব উপকূলের চিংড়ি শিল্পে (ভিডিও)

মোংলা প্রতিনিধি 

প্রকাশিত : ১২:৪০, ২ মে ২০২১

Ekushey Television Ltd.

টানা তাপদাহের বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে মোংলা উপকূলের চিংড়ি শিল্পে। প্রচণ্ড গরমে পানির লবণাক্ততা বেড়ে যাওয়ায় ঝুঁকির মুখে পড়েছে কয়েক হাজার ঘেরের মাছ। ব্যাহত হচ্ছে কৃষি কাজও।

বৃষ্টির দেখা নেই। শুকিয়ে গেছে কৃষি জমি, মাছের ঘের, পুকুর। পানিতে বেড়েছে লবণাক্ততা। চাষিরা বলছেন, লবণ পানি অধ্যুষিত মোংলায় বিশাল একটি জনগোষ্ঠী জড়িত চিংড়ি চাষে। 

ছোট বড় মিলিয়ে প্রায় পাঁচ হাজারেরও বেশি চিংড়ি ঘের রয়েছে এখানে। তাপদাহের কারণে ঘেরের মাছ মরে যাচ্ছে। 

স্থানীয় চিংড়ি চাষীরা জানান, অনেক তাপমাত্রার কারণে হিটস্ট্রোক অথবা অক্সিজেনের অভাবে আমার ঘেরে প্রথম দফায় প্রায় লক্ষাধিক টাকার মাছ মারা গেছে। তাপদাহে ঘেরের পানি শুকিয়ে গিয়েছে, মাছগুলো ছটপট করে পাশে উঠে মারা যাচ্ছে। এলাকায় লবণ বা মিষ্টি কোন পানিই নেই। আম্পানের পর থেকে এলাকায় পানির সংকট। 

এরই মধ্যে বিভিন্ন চিংড়ি ঘের ঘুরে দেখেছেন মৎস্য কর্মকর্তা। ঘেরের পানি বাড়ানো ও ব্লিচিং পাউডার দেয়াসহ নানা পরামর্শ দিয়েছেন চাষীদের। 

মোংলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, তাপদাহের কারণে আমাদের তামমাত্রা অনেক বেশি, যার ফলশ্রুতিতে ঘরের পানি কমে যাচ্ছে। এ কারণে লবণাক্ততার পরিমাণ বেড়ে যাচ্ছে। যদি বৃষ্টি না আসে তাহলে আমরা আশঙ্কা করছি চিংড়ি শিল্পের উপর বিরূপ প্রভাব পড়বে।

শুধু চিংড়ি ঘেরই নয়, তাপদাহে পুকুরগুলো শুকিয়ে গেছে। বিপাকে পড়েছে মানুষ ও গবাদি পশু। দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট। 

ভিডিও-

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি