তারেক রহমানকে ‘বিলেতি মুফতি’ আখ্যা দিয়ে সমালোচনা গোলাম পরওয়ারের
প্রকাশিত : ১৬:৫১, ২৩ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৬:৫৯, ২৩ জানুয়ারি ২০২৬
খুলনা-৫ আসনের প্রার্থী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে ডুমুরিয়া উপজেলার আরাফাত নগর ও গুটুদিয়া ইউনিয়নে গণসংযোগ ও পথসভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি তারেক রহমানকে ‘বিলেতি মুফতি’ বলে কটাক্ষ করেন।
তিনি বলেন, বিদেশে অবস্থান করে ফতোয়া দেওয়ার ভাষায় রাজনৈতিক বক্তব্য দেওয়া অনভিপ্রেত। এ প্রসঙ্গে তিনি বিএনপির রাজনৈতিক সততা নিয়েও প্রশ্ন তোলেন এবং জিয়ার মন্ত্রীসভায় স্বাধীনতাবিরোধীদের সম্পৃক্ততার প্রসঙ্গ টেনে বিএনপির সমালোচনা করেন।
এদিন গুটুদিয়া ইউনিয়নের আল আকছা, আরাফাত মহল্লা, শিবপুর ও বাদুরগাছা এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম ও অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা এবং হরিণটানা থানা কর্মপরিষদ সদস্য লিখনসহ জামাতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এএইচ
আরও পড়ুন










